ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জে আমন ধান চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, শান্তিগঞ্জ খাদ্য গুদামের ওসিএলএসডি আব্দুল আহাদ, পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম, মিল মালিক মুজিবুর রহমান মুজিব, মুরাদ মিয়া, কবির আহমদ, আখলুছ আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব সহ প্রমুখ।
সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ বছর আমন ধান সংগ্রহ করা হবেনা তবে আমন মৌসুমে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন মিল মালিকের কাছ থেকে ১ হাজার ৯ শত পঁচিশ মেট্রিক টন আতপ চাল এবং ২ শত ৮২ মেট্রিক টন সিদ্দ চাল সংগ্রহ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host