ঢাকা ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক মরহুম মহি উদ্দিন মহিমের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার যেহীন আহমদ একাডেমির হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম মহি উদ্দিন মহিমের বড় ভাই, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার ফয়জুল ইসলাম, সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সাইদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ছাদিকুর রহমান আতিক ও আলমগীর হোসাইন, যুগ্ম সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, সিনিয়র সদস্য আবিদ উদ্দিন, দিলিপ কুমার দাশ, জাকির হোসেন, আহমেদ উসমান, ইমরানুল হাসানসহ আরও অনেকে। অনুষ্ঠানে শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান জুলু, শুভাকাক্সক্ষী লিটন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে মরহুম মহি উদ্দিন মহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ রায়হান আহমদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host