সুনামগঞ্জে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় জিরা-ফুসকা জব্দ

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

সুনামগঞ্জে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় জিরা-ফুসকা জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মসলা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ব্যাটালিয়ন-২৮। রবিবার বিকেল ৪টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার আওতাধীন ঘাগটিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে এসব পণ্য আটক করা হয়। অভিযানে যৌথভাবে সমন্বয় করে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল। তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে অনুমান ২ হাজার ৫শ কেজি ভারতীয় জিরা এবং ৯ হাজার ৫শ কেজি ভারতীয় ফুসকা আটক করে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৪০ লাখ টাকা।
অভিযানে সেনাবাহিনীর অফিসারসহ ১৫ জন এবং বিজিবির জেসিও-১০০১২ নায়েব সুবেদার কাজী মো. কামাল এর সাথে ১৪ জন সদস্যসহ সর্বমোট ৩০ জন অংশগ্রহন করেন।
এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত ভারতীয় জিরা এবং ফুসকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর