অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী স্মৃতি ক্রিকেট লীগ ২৫-২৬ এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫

অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী স্মৃতি ক্রিকেট লীগ ২৫-২৬ এর শুভ উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় এডভোকেট এবাদুর রহমান চৌধুরী স্মৃতি ক্রিকেট লীগ ২৫-২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোয়াব সভাপতি ফরহাদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রাহাত শামস। উদ্বোধক ছিলেন হাসান আমদা জাবেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক ক্রিকেটার রেজাউল ইসলাম মিন্টু, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, সদর জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল এবং পৌর বিএনপি নেতা মুহিবুর রহমান আশুক প্রমুখ।
আয়োজকরা জানান, এই ক্রিকেট লীগ বড়লেখার তরুণ ক্রীড়াবিদদের উৎসাহিত করবে এবং ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর