ঢাকা ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলার ভাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতাদের তালিকা থেকে এক প্রকৃত দাতার নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ২১ ডিসেম্বর রবিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ভাডেরা গ্রামের বাসিন্দা রুবেল আহমেদ।
আবেদন সূত্রে জানা যায়, ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভাডেরা গ্রামের মৃত রজব আলীর পুত্র রুবেল আহমেদের দাদা, মরহুম আলী মামুদের পুত্র মছদ্দর আলী ভাডেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সময় নিজের মালিকানা ও দখলীয় ভূমি বিদ্যালয়ে দান করেন। দানকৃত ওই ভূমির ওপরই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
তবে পরবর্তীতে বিদ্যালয়ের ভূমি দাতাদের নামের তালিকা প্রণয়ন করা হলেও অন্যান্য দাতার নাম অন্তর্ভুক্ত থাকলেও মরহুম মছদ্দর আলীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ করা হয়। বিষয়টি তাদের পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক ও সম্মানহানিকর বলে আবেদনে উল্লেখ করেন।
রুবেল আহমেদ জানান, বিদ্যালয় প্রতিষ্ঠায় আমার পরিবারের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও একজন প্রকৃত ভূমি দাতার নাম বাদ পড়া অনভিপ্রেত। তিনি যথাযথ তদন্ত সাপেক্ষে তার দাদা মরহুম মছদ্দর আলীর নাম ভাডেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতাগণের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয়রা জানান, বিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁরা ভূমি দান করেছেন তাদের যথাযথ স্বীকৃতি প্রদান করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, বিষয়টি দ্রুত তদন্ত করে ন্যায্য সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তালুকদার আবেদন প্রাপ্তির কথা স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে ভূমি দাতার নাম অন্তর্ভুক্ত করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host