কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের কমিটি গঠন

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫

কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে বসবাসরত কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে রোববার (১৪ ডিসেম্বর) নিউ ইয়র্কের হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট এর পার্টি হলে, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন জি এস সিরাজ উদ্দিন আহমদ সোহাগ এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের সম্মতিতে, কলেজের প্রাক্তন ছাত্র মোঃ এনায়েত হোসেন জালালকে সভাপতি, মোহাম্মদ রেজাউল করিম রেণু কে সাধারণ সম্পাদক ও প্রভাষক-আফাজুর রহমান চৌধুরী ফাহাদ কে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
নির্বাচিতরা কুলাউড়া সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাষ্ট্রে সকল সার্বিক কার্যক্রমের পরিকল্পনা, সমন্বয় এবং বাস্তবায়নের জন্য দায়িত্ব পালন করবে। কমিটির উদ্দেশ্য, নীতি ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করবে এবং অ্যালামনাই সদস্যদের মধ্যে সংহতি, সহায়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে।
উল্লেখ্য পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বসবাসরত কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর কার্যক্রম কে আরও বেগবান করার জন্য কমিটিকে বর্ধিত করা হবে।
নির্বাচিত কমিটির অন্যনরা হলেন সহ-সভাপতি গোলাম মোদাব্বির চৌধুরী (সুলাইমান), সহ-সভাপতি মোহাম্মাদ ওবায়দুর রহমান (কামাল), সহ-সভাপতি সৈয়দ খালেদ আলী, সহ-সভাপতি জাবেদ আহমেদ, সহ-সভাপতি মাহমুদুল হক (লিটু), সহ-সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম শাহীন, সহ-সাধারণ সম্পাদক মিসবাউর রহমান এনাম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ সাঈদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ চৌধুরী, প্রচার সম্পাদক মাহফুজ আহমদ (রুজেল), সহ প্রচার সম্পাদক তারেক আহমেদ, কোষাধক্ষ্য ফরহাদ চৌধুরী, শিক্ষা সাহিত্য সম্পাদক নাজমুস সাকিব (ইবন), সহ শিক্ষা সাহিত্য সম্পাদক তৌফিক রহমান চৌধুরী, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জুবের আহমদ, সহ ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক সিদ্দিক নোমান আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক: মোসাদ্দিক হোসেন শিপু, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আবু হাসান আবির, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনাজ খাঁন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সাদিয়া লুৎফুন নাহার চৌধুরী।
কার্যনির্বাহী সদস্যরা হলেন, খন্দকার মোহাম্মদ আব্দুল বাকী, মোহাম্মদ বদরুল ইসলাম, মোহাম্মদ আজাদ আলী (সিপু), মঈনুর রহমান সুয়েব , সাজিদুর রহমান খাঁন, রুহুল আমীন, আশরাফ খন্দকার, মোহাম্মদ তোফায়েল আহমেদ, নাফিজ ইমতিয়াজ লিমন, ইমাম চৌধুরী , মোঃ আজমল হোসেন খাঁন, এম আলম স্বপন , হাবিবুর রহমান চিনু, সহিদুর রহমান ছদরু।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর