ঢাকা ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফাহাদ মিয়া (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশিরকাপন গ্রামের রাসেল মিয়ার ছেলে ও স্থানীয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তারা সপরিবারে কারিকোনা এলাকার একটি বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফাহাদ তাঁর বাইসাইকেল নিয়ে কারিকোনা এলাকায়ই তাঁর পিতার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা গ্রাম সংলগ্ন সিরাজ মিয়ার বাড়ির সামনে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস (চট্টগ্রাম ব-১১১২৯৫) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ‘দুর্ঘটনার শিকার শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে ও আদালতের অনুমতিক্রমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host