ঢাকা ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫
বিশেষ প্রতিনিধি, কোম্পানীগঞ্জ
কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. কছির মিয়া গতরাতে তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি…রাজীউন।
পরদিন শনিবার (২০ ডিসেম্বর) বাদ যোহর কলাবাড়ি মহিলা মাদ্রাসা মাঠে শত শত মুসল্লিদের উপস্থিতিতে উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ এর পক্ষ থেকে ভূমি অফিসার পলাশ তালুকদার এর নেতৃত্বে ও কোম্পানীগঞ্জ থানার এস,আই সিকান্দার এর ভয়েস উচ্চারণে একদল পুলিশ মরহুম বীর মুক্তিযুদ্ধা কছির মিয়ার প্রতি গার্ড অব অনার প্রদান করেন। পরে স্থানীয় মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা হাফেজ সাব্বির আহমদ এর ইমামতিতে জানাযা শেষে স্বজনরা মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।
মৃত্যুকালে তাহার বয়স ছিলো ৭০ বছর। রেখে গেছেন স্ত্রী, ৫ পুত্র, এক মেয়েসহ অসংখ্য নাতি-নাতনী ও শুভাকাক্সক্ষী।
মরহুম কছির মিয়া জীবদ্দশায় একজন মিশুক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটির অন্যতম দায়িত্বশীল হিসেবে দীর্ঘদিন সতীর্থদের কল্যাণে কাজ করে গেছেন নিরলসভাবে। পাশাপাশি শিক্ষার প্রসারে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালনে তার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো লক্ষ্যনীয়।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশে মরহুমের বড় ছেলে সাবেক ছাত্রনেতা গোলজার হোসেন তার মরহুম বাবার রুহের মাগফেরাত কামনায় মুসল্লীদের কাছে দোআ চান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host