কোম্পানীগঞ্জের তুরং/ বরম সীমান্তে ভারতীয়র গুলিতে প্রাণ গেলো ২ বাংলাদেশীর, পায়ে গুলিবিদ্ধ আরও ১

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫

কোম্পানীগঞ্জের তুরং/ বরম সীমান্তে ভারতীয়র গুলিতে প্রাণ গেলো ২ বাংলাদেশীর, পায়ে গুলিবিদ্ধ আরও ১

বিশেষ প্রতিনিধি, কোম্পানীগঞ্জ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বর্ডার এলাকায় ভারতের অভ্যন্তরে চোর সন্দেহে ভারতীয় নাগরিকদের গুলিতে ২ জন বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি বরম সীমান্তে একজন নিহতসহ আরো একজন পায়ে গুলিবিদ্ধ’র ঘঠনা এলাকার স্হানীয় সূত্রে জানা গেছে।
স্হানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর বেলা এ মর্মান্তিক সীামান্তের পাশাপাশি তুরং ও বরম সীমান্ত এলাকায় এ ঘঠনা ঘঠে বলে জানা গেছে।
নিহতরা হলেন সীমান্ত এলাকার পূর্ব তুরং গ্রামের মোশাহিদ আলীর স্ত্রী আশিকুর রহমান(২০) তুরং নামক স্থানে সীমান্ত এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে সুপারি চুরি করার জন্য প্রবেশ করলে ভারতীয় খাসিয়া নাগরিক (স্থানীয় সূত্রে) ছুড়া গুলিতে মোঃ আশিকুর রহমান (২০) ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
অন্যদিকে মোঃ ইয়াকুব উদ্দিন (৩০), পিতা- আজমান আলী, সাং- বরম সিদ্ধিপুর, উভয় থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট। সে বরম সিদ্ধিপুর সীমান্ত পিলার ১২৫৫ এর ভিতরে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে সুপারি চুরি করার জন্য প্রবেশ করলে ভারতীয় খাসিয়া নাগরিক (স্থানীয় সূত্রে) উক্ত ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় ভারতের খাসিয়া নাগরিকদের ছুড়া গুলিতে মোঃ ইয়াকুব উদ্দিন (৩০) ও গুরুতর আহত অবস্থায় সীমান্ত এলাকা হতে উভয়কে আত্মীয়-স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বরম সীমান্তে অপর আরেকজনের বিষয়টি প্রশাসন সূত্রে নিশিত হওয়া যায়নি তবে স্হানীয় একটি সূত্রে শিবনগর গ্রামের গোলজার ৩২ নামের ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া সহ মোট তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতীয় গুলিতে ইয়াকুব নামের গুলিবিদ্ধ একজনের তালিকা নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ আরিফুল ইসলাম নয়ন। পুলিশি হেফাজতে পোষ্ট মর্টেমে পাঠানোর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
অন্যদিকে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান ২ জনের লাশ গ্রহণ প্রক্রিয়া শেষে পোষ্ট মর্টেমে পাঠানোর প্রক্রিয়া চলমান বলে জানান প্রতিবেদককে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর