প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মেধা যাচাই বৃত্তি পরীক্ষা

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫

প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মেধা যাচাই বৃত্তি পরীক্ষা

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে তৃতীয় মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় শান্তিগঞ্জ উপজেলার প্রায় ১২টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
বৃত্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য মোঃ ছাইম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ কল্যাণ ব্রত তালুকদার, কার্যকরী কমিটির সদস্য মোঃ মহসিন আলী, মোঃ মিজানুর রহমান মাহিন, মিটু কান্তি দাস এবং মোঃ বশির আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান আতিক।
বৃত্তি পরীক্ষা উপলক্ষে উপস্থিত অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির এ উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, সমিতি ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের বৃত্তি পরীক্ষা আয়োজন অব্যাহত রাখবে। উল্লেখ্য, স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা উন্নয়নে প্রিয়জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি প্রতিবছর এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর