জকিগঞ্জে হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব উপলক্ষে বৈঠক

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫

জকিগঞ্জে হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব উপলক্ষে বৈঠক

জকিগঞ্জ প্রতিনিধি
আগামী ৩ জানুয়ারি’২৬ শাইখ আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জকিগঞ্জ উপজেলা ভিত্তিক আয়োজিত হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সংশ্লিষ্টদের নিয়ে ট্রাস্টের অস্থায়ী কার্যালয় জামেয়া মুকাদ্দসিয়া, বাবুর বাজারে প্রস্তুতিমূলক এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী হাফেজদের বাছাই প্রক্রিয়া, সময়সূচি, শৃঙ্খলা রক্ষা এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, পবিত্র ক্বোরআনের হাফেজদের উৎসাহিত করা এবং ক্বোরআন শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন শায়খ মাহমুদ হুসাইন বারঠাকুরি, মাওলানা জামিল আহমদ, মাওলানা হেলাল আহমদ, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা কাওছার আহমদ, হাফিয মাওলানা মিনহাজ উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম তাপাদার, মাওলানা আজমল হুসাইন, মাওলানা শাকির আহমদ ও মাওলানা আফজল হুসাইনসহ ট্রাস্টের দায়িত্বশীল সদস্যবৃন্দ।
বৈঠকে ফোনকলের মাধ্যমে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব খালিদ তাপাদার উপস্থিত সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব সফলভাবে সম্পন্ন হবেÑএ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর