গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে নবাগত ওসি’র মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৬

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে নবাগত ওসি’র মতবিনিময় সভা

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। সোমবার (৫ ই জানুয়ারী ) বেলা ১২ টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের নিজস্ব হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো. মনজুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আবুল হোসেন, সৈয়দ হেলাল আহমদ বাদশা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, যুগ্ম-সম্পাদক হারুন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, সদস্য আলী হোসেন, হারুন অর রশিদ, দুর্গেস চন্দ্র সরকার বাপ্পি, ফয়সাল আহমদ সাগর, শাহ আলম, মনছুর আলম, কাওসার আহমদ রাহাত, মনিরুজ্জামান মনির প্রমূখ।
মতবিনিময় সভায় ওসি মো. মনিরুজ্জামান বলেন, সাংবাদিকরা হলো সমাজের আয়না। যে আয়না সমাজের কোথায় ময়লা আবর্জনা তা সনাক্ত করতে পারেন। আপনারা সমাজের দর্পন। আমি হলাম জনগণের ঝাড়ুদার। জনগণের সার্বিক নিরাপত্তা জোরদার করা আমার দায়িত্ব। আমার কর্মকালীন সময়ে গোয়াইনঘাটের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমার সাংবাদিকদের সহযোগিতা সব সময় প্রয়োজন। পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডগুলো গণমাধ্যমে তুলে ধরলে পুলিশ বিভাগ আরও উৎসাহ ও অনুপ্রাণিত হবে। সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে পাশে থাকলে গোয়াইনঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছি। পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করলে কোন অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। তাই সাংবাদিকদের কাছে অনুরোধ থাকবে, যেকোনো তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের মাধ্যমে নির্বাচনকে ঘিরে জনমনে আস্থা ও শান্তি বজায় রাখতে সহযোগিতা করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর