কানাইঘাটে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক শাহীনের মতবিনিময়

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

কানাইঘাটে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক শাহীনের মতবিনিময়

কানাইঘাট প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলা পরিষদের সম্ভাব্য স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক শাহীন আহমদ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। তিনি নির্বাচনের প্রস্তুতি স্বরূপ উপজেলার সর্বত্র প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা তেমন একটা চোখে না পড়লেও সাংবাদিক শাহীন সবার সাথে যোগাযোগ অব্যাহত রাখছেন। রীতিমতো ভোটারদের সাথে তার প্রার্থীতার সম্ভাবনার কথা তুলে ধরে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন। এক কথায় এই উপজেলায় নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন তিনি।

এলাকায় প্রচারণার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন।

এব্যাপারে সাংবাদিক শাহীন আহমদ জানান, উপজেলা নির্বাচনকে সামনে রেখে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময়কালে জনগণের স্বতঃস্ফুর্ত সাড়া পেয়েছেন, তা অব্যাহত থাকলে নির্বাচনে অবশ্যই প্রার্থীতা করবেন এবং বিজয় নিশ্চিত বলে মনে করেন। জনগণের খেদমতের জন্য তিনি নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। জনগণের দোয়া ও ভালোবাসা অব্যাহত থাকলে আল্লাহ বিজয় ভাগ্যে রাখেন তাহলে তা বিজয় নিশ্চিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর