ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাটের সন্তান সাজনুস ইসলাম অভি ইউরোপের মালটা স্টেইটের উদ্দেশ্যে রবিবার বাংলাদেশ বিমানের একটি ফাইটে ঢাকা ত্যাগ করেছেন। আগামী মঙ্গলবার মালটা স্টেইট বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে যোগদান করবেন অভি। একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে সাজনুস ইসলাম অভি ইতিপূর্বে ইংল্যান্ডের এনজিলা রুসকিন বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ও ইউনিভার্সিটি অব ডারভি হতে এম.বি.এ এবং ইউনিভার্সিটি অব কোপেন হেগেন ডেনমার্ক হতে কৃতিত্বের সাথে মানব সম্পদ উন্নয়নে পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন।
সাজনুস ইসলাম অভি কানাইঘাট সরকারি কলেজ, কানাইঘাট মহিলা কলেজ, সিকদার ফাউন্ডেশন কলেজের প্রতিষ্ঠাতাসহ অসংখ্য প্রতিষ্ঠানের জনক। তিনি সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, শিক্ষাবিদ অধ্যক্ষ সিরাজুল ইসলামের দ্বিতীয় পুত্র।
এদিকে কানাইঘাটের সন্তান সাজনুস ইসলাম অভি ইউরোপের নামকরা মালটা স্টেইট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগদানের সুযোগ পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাটের বিভিন্ন মহল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host