নৌকার বিরুদ্ধে অবস্থানকারীরা বঙ্গবন্ধুর সৈনিক হতে পারেন না : কামরান

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

কানাইঘাট প্রতিনিধি
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিলেট সিটি মেয়র আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ নির্বাচনের মতো নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। বিএনপি জোট বিগত সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উপজেলা নির্বাচনে নৌকাকে বিজয়ী করে বিরোধী জোটের সকল অপ-প্রচারের জবাব দিতে হবে। নৌকা পরাজিত হলে আমাদেরকে অনেক প্রশ্নের জবাব দিতে হবে।

তিনি আরো বলেন, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের স্বার্থে উপজেলা নির্বাচনে যাকে দলীয় প্রতীক নৌকা উপহার দিয়েছেন, তাকে বিজয়ী করতে হবে। দলের মধ্যে যারা নৌকার বিরুদ্ধে অবস্থান নেবে তারা কখনো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না। এরা বিশ^াস ঘাতক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের বার্তা পৌছে দিতে তিনি নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

বদর উদ্দিন আহমদ কামরান শনিবার বিকেল ৩টায় পৌরসভার আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুমিন চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সিনিয়র সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জমির উদ্দিন প্রধান, কানাইঘাটের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা জেলা আ’লীগের সদস্য এড. বদরুল আলম জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মুমিন চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য এড. ফখরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক যথাক্রমে রফিক আহমদ, উপাধ্যক্ষ লোকমান হোসেন, মেয়র নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, এড. আব্দুস ছাত্তার, এড. মামুন রশিদ, জালাল আহমদ, ফখর উদ্দিন শামীম, শ্রী রিংকু চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএইচএম আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, আব্দুর রশিদ, জাকির হোসেন জাকারিয়া, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মাস্টার মামুন আহমদ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আজমল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ শামছুদ্দিন, জেলা যুবলীগের সদস্য কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, আওয়ামী লীগ নেতা সাইফুল আলম, সাবেক ছাত্রনেতা আসাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম আখতার হোসেন, পৌর শাখার সভাপতি নোমান আহমদ রুমান, কানাইঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান প্রমূখ।

বর্ধিত সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের উপজেলা ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় কানাইঘাটের উন্নয়নকে তরান্বিত করতে নৌকা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় নেতাকর্মীকে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর