ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে তোতন মিয়া হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাছিম রেজা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সফর আলীর ছেলে মেশাহিদ, একই গ্রামের শামসুল হকের পুত্র মোহন মিয়া, একই উপজেলার বাঘহাটি গ্রামের আলম মৌলার পুত্র জিয়াউর রহমান, আটপাড়া গ্রামের রহমান উল্লার পুত্র ওয়াহাব উল্লা, মধ্যপাড়া মহল্লার আবুল হোসেনের পুত্র চান মিয়া, মিরকা গ্রামের বিনন মিয়ার পুত্র দিলু মিয়া। এর মধ্যে দÐপ্রাপ্ত মোশাহিদ ও জিয়াউর আদালতে উপস্থিত ছিলেন এবং অন্য ৪ জন পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, ২০০৫ সালের ৩০ অক্টোবর আসামিরা নিহত তোতন মিয়াকে বাবুর্চি হিসেবে একটি জলমহালে নিয়োগ দেয়। পরে ঘটনার দিন বিকেলে তাকে জবাই করে হত্যা করে লাশ হাওরে ফেলে দেয়। এ ঘটনায় পর নিহতের স্ত্রী আনোয়ারা আক্তার বাদী হয়ে ২০ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আদালত মামলায় ২৬ জন স্বাক্ষীর মধ্যে ১৫ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন।
এছাড়াও মামলায় অন্য ১৪ জনের বিরুদ্ধে স্বাক্ষ্য প্রমান না থাকায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host