ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মে ২, ২০১৯
চুনারুঘাট সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার রানিগাও ইউনিয়নের কোনাগাও গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- কুনাগাও গ্রামের মৃত আসরাফ মিয়ার শিশু কন্যা হাজেরা খাতুন (৯) ও ছোট বোন আয়েশা খাতুন (৭) । নিহত দুইবোন স্থানীয় রাণীগাওঁ ইসলামীয়া আরাবীয়া কওমি মাদ্রাসার ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের মা বানেছা খাতুনের বিয়ে হয়েছিল সিলেট জেলায়, বানেছার স্বামী মারা যাওয়ার পর দুই শিশুকে নিয়ে বাবার বাড়ি বসবাস করে আসছিলেন । ঘটনার পুর্বে দুই শিশু খেলাধুলা করে পুকুরে গোসল করতে যায়, এসময় তারা সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায়। এলাকাবাসী তাদের দেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host