ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রাহেন মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর শিবপাশা গ্রামের আব্দুল শহীদের পুত্র।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, পেয়ারা পাড়ার জন্য রাহেন মিয়া বাড়ির পাশর গাছে উঠে।
এ সময় গাছের মধ্যে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host