ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯
মাধবপুর সংবাদদাতা ::::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে হত দরিদ্রদের মধ্যে বিতরণের ভিজিডির ১১ বস্তা সরকারী চাল জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাঘাসুরা বাজারের ব্যবসায়ী মাসুক মিয়ার দোকানে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ বস্তা চাল জব্দ করা হয়েছে। হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত এ চাল বণ্টনের জন্য চেয়ারম্যানের নামে ডিও ইন্স্যু করা হয়।
কিন্তু এ চাল কিভাবে বাজারে গেল তা এখন বলতে পারছি না। বিষয়টি তদন্ত করে দেখা হবে। মহিলা বিষয়ক কর্মকর্তা কে তদন্ত করতে বলা হয়েছে। পরে জব্দকৃত চালগুলো ইউপি সদস্য কামাল মিয়ার জিম্মায় রাখা হয়।
বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, তিনি চাল বিতরণে ছিলেন না। চাল গুলো কিভাবে বাজারে গেল তা তার জানা নেই।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host