ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
আগামী ৯ নভেম্বর (শুক্রবার) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে ১২টি ইসলামি দলের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেন। সংলাপ শেষে আওয়ামী লীগের পে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আগামী ৯ নভেম্বর থেকে ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে।’
সংলাপ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বৈঠকে প্রত্যেক দল নিজ নিজ কথা এবং কিছু দাবি উপস্থাপন করেছে। সংলাপে ইসলামি ১২টি দলের ৫২ জন প্রতিনিধি অংশ নেন।’
এদিকে, আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে- এবার দলের মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।
ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী কার্যালয়ে ফরম বিক্রির জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host