নামাজের সময় মাছ ও শুটকি বিক্রি বন্ধ রাখবেন ওসমানীনগরের ব্যবসায়ীরা

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

নামাজের সময় মাছ ও শুটকি বিক্রি বন্ধ রাখবেন ওসমানীনগরের ব্যবসায়ীরা

শাহীন চৌধুরী, ওসমানীনগর :পুঁজিবাদি এ যুগে হালাল রুজি যেন সোনার হরিণ। শত চেষ্টা সত্ত্বেও হারাম উর্পাজন থেকে বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে। তবে মনে যদি সাহস আর ভরসা থাকে আল্লাহর ওপর, তাহলে অবশ্যই সম্ভব। এমনটাই করে দেখাচ্ছেন ওসমানীনগররে গোয়ালাবাজারের মাছ ও শুটকি ব্যবসায়ীরা। সাময়িক ভাবে মাছ বিক্রি বন্ধ রেখে নামাজে আদায় করছেন গোয়ালাবাজারের দেড় শতাধিক মাছ ও শুটকি ব্যবসায়িরা। আযানের সাথে সাথে নামাজ শেষ হওয়া পর্যন্ত তারা মাছ ও শুটকি বেচাকেনা বন্ধ রাখছেন। তাদের এই উদ্যোগে তার সর্ব মহলে হচ্ছেন প্রশংসিত ।

.
এদিকে এবছরের ফেব্রুয়ারি মাস থেকে উপজেলার তাজপুর বাজার এবং চলতি মাস থেকে বালাগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ীরা নামাজের সময় মাছ বিক্রি বন্ধ রাখছেন। নামাজের সময় মাছ এবং শুটকি বিক্রি বন্ধ রেখে সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছেন দুই উপজেলার মাছ ব্যবসায়ীরা। এদিকে বাজারের অনেক ব্যবসায়িরা বলেন, নামাজের সময় মাছ ও শুটকি বিক্রি বন্ধ রেখে ব্যবসায়ীরা নামাজে যাচ্ছেন। এ বিষয়টি আমাদের যুব সমাজ এবং আমাদেরকে ধর্মীয় পথে চলার উৎসাহ প্রদান করছে।
এ ব্যাপারে গোয়ালাবাজারের মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো: আজির উদ্দিন জানান, এ বাজারে দেড় শতাধিক মাছ ও শুটকি ব্যবসায়ি রয়েছেন। আমরা নামাজের সময় মাছ বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। যা মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর