সিলেট জেলা বিএনপির কমিটিতে হস্তুক্ষেপ করবে না কেন্দ্র : ওয়াদা তারেক রহমানের

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

সিলেট জেলা বিএনপির কমিটিতে  হস্তুক্ষেপ করবে না কেন্দ্র : ওয়াদা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের স্কাইপে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

.
বৃহস্পতিবার বিকাল ৫ থেকে ৬টা পর্যন্ত টানা ১ ঘন্টা বিএনপির পল্টন অফিসে তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। এসময় নবগঠিত সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিত হন তারেক রহমান এবং নেতাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

.এসময় আগামী তিন মাসের মধ্যে সিলেটের সকল ইউনিয়ন, উপজেলায় প্রত্যক্ষ ভোট কাউন্সিলের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি করার কড়া নির্দেশনা দেন। ইউনিয়ন উপজেলার কমিটি গঠন শেষে জেলার সম্মেলন করার নির্দেশও দিয়েছেন তিনি। এছাড়া কমিটিতে পদ ভাগাভাগির বিষয়ে কেন্দ্র থেকে কোনো হস্তুক্ষেপ না করার ওয়াদা দিয়েছেন তারেক রহমান।
বৈঠকে উপস্থিত সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর