ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : তিন দিনের সফরে সিলেটে এসেছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার। এ সফরে তিনি সিলেটের গোয়াইনঘাটস্থ জলারবন (সোয়াম্প ফরেস্ট) রাতারগুল দেখতে যান। রাতারগুল এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বৃহৎ জলারবন।
রবার্ট মিলার তাঁর সিলেট সফর নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করেন। সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে রাতারগুল প্রসঙ্গেও কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, সিলেটে অবস্থানকালে আমার ‘রাতারগুল বিশেষ জীববৈচিত্র সংরক্ষণ এলাকা’ ঘুরে দেখার সুযোগ হয়েছিল। আমি নৌকায় চড়ে এলাকাটি বেড়িয়েছি এবং জলাভূমির বনটির উদ্ভিদ এবং প্রাণীবৈচিত্র্য দেখেছি।
তিনি বলেন, রাতারগুলের মতো বাস্তুসংস্থানগুলো সংরক্ষণ করা খুবই জরুরি। রাতারগুলের মতো বিভিন্ন সংরক্ষিত এলাকা নানা প্রজাতির প্রাণীর আবাসস্থল। এ ধরনের বন মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করার মতো পরিবেশগত সেবা দেয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host