আখালিতে সড়ক ও জনপদের জায়গায় গড়ে উঠছে দোকানপাট

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

আখালিতে সড়ক ও জনপদের জায়গায় গড়ে উঠছে দোকানপাট

ডেস্ক প্রতিবেদন : সিলেট নগরীর আখালিতে সড়ক ও জনপদের জায়গায় গড়ে উঠছে দোকানপাঠ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেইট থেকে শুরু করে মদিনা মার্কেট আনসার ক্যাম্প পর্যন্ত রাস্তার দুই পাশে ইতোমধ্যে অসংখ্য দোকান-পাট গড়ে উঠেছে।
বিশেষ করে মাউন্ট এডোরা হাসপাতালকে কেন্দ্র করে নবাবী মসজিদের পূর্ব পাশে রীতিমত সড়ক ও জনপদের জায়গায় দোকান তৈরীর ধুম পড়েছে। এই সব দোকানের বেশিরভাগ রেস্টুরেন্ট। খোঁজ নিয়ে জানাগেছে এই দোকান বা রেস্টুরেন্টের কোন প্রকার অনুমোদন নেই। অনেকেই প্রশ্ন করছেন অবৈধ দোকান কোঠায় কীভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হলো।
বিদ্যুৎ সংযোগের প্রসঙ্গ নিয়ে সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের-৪ এর নির্বাহি প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার জানান, বিদ্যুৎ সংযোগ দুইভাবে দেয়া হয়। একটি স্থায়ী সংযোগ এবং অন্যটি অস্থায়ী সংযোগ। স্থায়ী সংযোগের ক্ষেত্রে জায়গা-জমির দলিল পত্র দেখে দেয়া হয়।

.
অস্থায়ী সংযোগের ক্ষেত্রে নির্ধারিত ফি জমা রেখে সংযোগ দেয়া হয়। হয়তোবা তারা এই সুযোগটি নিয়ে এমন কাজ করছে। আমরা এব্যাপরে ইতোমধ্যে অভিযান পরিচালনা শুরু করেছি, এ বিষয়টি আমার গুরুত্বসহকারে দেখবো।
আখালিঘাট এলাকায় তপোবন আবাসিক এলাকার রাস্তার পাশে গড়ে উঠা অবৈধ দোকান-পাট বছর দেড়েক আগে উপজেলা নির্বাহি মাজিস্ট্রেট-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভেঙ্গে ফেলা হলেও সেখানে আবার দোকান নির্মাণ করা হয়েছে। বিষয়টি সিলেটের সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী রিতেশ বড়ুয়ার সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি আমাদের নজরে আছে শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর