ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দেশের যুব সমাজকে ধ্বংস করছে আজ মরণব্যাধি মাদক। মাদকের সাথে দুর্নীতিও একটি বড় ব্যাধি। কারা, কোথায়, কিভাবে দুর্নীতি করছে পুলিশকে জানানোর আহবান জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, পুলিশ তাদের পোষাকের সঠিক ব্যবহার করবেন। গুজবে কান না দিয়ে সতর্ক অবস্থানে থেকে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সমাজের মধ্যে সম্প্রতি বজায় রাখা পুলিশসহ সবার দায়িত্ব। মন্ত্রী আরো বলেন, বড় বড় দুর্নীতি হয়। কিন্তু ধরাশায়ী হয় সাধারণ মানুষ। এই অবস্থা সুস্থ্য এবং সুন্দর সমাজের সহায়ক নয়। তিনি বলেন, গরিব মানুষ ভিটেমাটি বিক্রি করে বিদেশে পাড়ি জমান। কিন্তু যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দালালদের খপ্পরে পরে তারা একেবারেই নি:স্ব হয়ে যায়। তাদের ভাগ্য পরিবর্তন হয় না। শনিবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ থেকে লোকবল জাপানসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে কেউ টাকা চাইলে তাদের কথা না শুনতে নিষেধ করেন মন্ত্রী ইমরান । তিনি বলেন, দালাল চক্র সম্পর্কে তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে। প্রতি উপজেলা থেকে এক হাজার লোকবল বিদেশে পাঠানো হবে। বিদেশ গমন কারীকে সরকারের কোষাগার ছাঁড়া কারো কাছে কোনো টাকা-পয়সা না দেয়ার আহবান জানান তিনি। বিদেশে আমি দেখেছি ,অনেকে দেশ থেকে বিদেশে যে টাকা খরচ করে গেছেন সেটা উঠাতে পারছেন না। দেশেও আসতে পারছেন না।
.
সিলেট পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি) ফাল্গুনী পুরকায়স্থ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার তাহমিদুল ইসলাম, ডিআইজি কামরুল আহসান বিপিএম (বার), মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, সিলেট জেলা পরিষদ সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, সিলেট জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ। অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ ছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান,পুলিশের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
.
স্বাগত বক্তব্য রাখেন সিলেট পুলিশ সুপার (পদন্নোতি) ঈমাম মোহাম্মদ শাদিদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন,পুলিশ লাইন্স মসজিদের ঈমাম মাওলানা আবু তালেব ও গীতা পাঠ করেন এএসআই রুপক আচার্য্য। পুলিশিং ডে’র শ্রেষ্ঠ পুরুষ্কারে ভূষিত হন গোয়াইনঘাট থানার পুলিশ অফিসার যিশু দত্ত, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host