ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামে সতিনের হাতে সতিন খুন হয়েছেন। নিহত মনোয়ারা বেগম(২৩) আবদুল মতিনের দ্বিতীয় স্ত্রী। মোবাইল ফোনে কথা কাটাকাটি নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ আবদুল মতিনের প্রথম স্ত্রী সাহেনা বেগম (৪২) ও তার মেয়ে সুলতানা বেগমকে (১৯) আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, মোবাইল ফোনে কথা কাটাকাটির জের ধরে বুধবার রাতে সতিন সাহেনা ও তার মেয়ে মনোয়ারার গলাটিপে ধরে। অবস্থার অবনতি ঘটলে স্বামী মতিন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার সালুটিকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রজিউল্যাহ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রথম স্ত্রী সাহেনা ও তার মেয়ে সুলতানাকে আটক করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বরে জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host