ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের জেলরোড থেকে এসিড সন্ত্রাস নির্মূল কমিটির (এসনিক) সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল আহমদ তাকে আটক করেন।
জুরেজ আব্দুল্লাহ গুলজার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ঘনিষ্টজন। গেল সিটি নির্বাচনের সময়ও তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে এসআই কামাল আহমদ জানান, ‘নাশকতার চেষ্টার’ অভিযোগে জুরেজ আব্দুল্লাহ গুলজারকে আটক করা হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল, তিনি দলবল নিয়ে নাশকতার চেষ্টা চালাচ্ছেন। এব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host