গোলাপগঞ্জে রোপা আমন ধানের আনুষ্ঠানিক শস্য কর্তনের উদ্বোধন

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯

গোলাপগঞ্জে রোপা আমন ধানের আনুষ্ঠানিক শস্য কর্তনের উদ্বোধন

ডেস্ক প্রতিবেদন : গোলাপগঞ্জে রোপা আমন ধানের শস্য কর্তন অনুষ্ঠান-২০১৯ এর আনুষ্ঠানিক নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উদ্যেগে মঙ্গলবার দুপুরে উপজেলার হেতিগঞ্জের হিলালপুর এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমন ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকার ক্রপস উইং পরিচালক মো. আব্দুর রাজ্জাক।

.
এসময় উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শাহজাহান, উপ-সহকারী আরিফুল আলম, প্রদীপ চন্দ্র, তানজিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, সাংবাদিক খালেদ হোসেন, সুলতান আবু নাসের, জাহিদ উদ্দিন, ফাহাদ্দিস হোসেন, কৃষক বাদল মালাকার প্রমুখ।

সর্বশেষ ২৪ খবর