ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮
সিলেট মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান চৌধুরী সাজনের পিতা জেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার চৌধুরীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় ও সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক যুক্ত শোকবার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে জাতি এক সূর্যসন্তানকে হারিয়েছে। একজন প্রগতিশীল রাজনীতিবিদ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগের সৈনিক হিসেবে তিনি সবার কাছে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে সিলেটবাসীর অপূরণীয় তি হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host