ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯
ক্রীড়া ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলার প্রতি আগ্রহ দেখে মুগ্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) সভাপতি সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
প্রসঙ্গত, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে গত ২২ নভেম্বর ( শুক্রবার) কলকাতার ইডেন গার্ডেনে গোলাপী বলে দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করার জন্য যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচ উদ্বোধন শেষে গ্যালারিতে বসেই ভারত–বাংলাদেশের খেলা উপভোগ করেন শেখ হাসিনা। যা ছুয়ে গেছে হাজারো ক্রিকেট প্রেমীর মাঝে। বাধ যাননি স্বয়ং সৌরভ গাঙ্গুলি নিজেও।
ইডেন টেস্ট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয় কথা বলেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সত্যি খুব অসাধারণ। একটা দেশের প্রধানমন্ত্রীর মাঝে খেলা নিয়ে এত আগ্রহ যা আমাকে মুগ্ধ করেছে। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উনি এখানে এসেছেন যার জন্য আমরা উনার প্রতি আন্তরিক
কৃতজ্ঞ।
এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বছর বাংলাদেশে আসা প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন মার্চ মাসের ১৭ তারিখ। আমি অবশ্যই আসব। শুধু আসব উনার জন্য। উনাকে শ্রদ্ধা জানাতে। শি ইজ আনবিলিভেবল।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host