ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
রাজু আহমেদ রমজান, বিশেষ প্রতিনিধি (মালয়েশিয়া): মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণে সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক জে, এ কাজল খাঁন। বাংলাদেশের শ্রমবাজার দ্রুত চালু ও বন্দিদের স্বদেশ ফেরত পাঠাতে কুটনৈতিক তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, প্রবাসীরা হচ্ছেন রেমিট্যান্স যুদ্ধা, দেশ উন্নয়নের চালিকাশক্তি। তাদের বৈধকরণে কুটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব।
স্থানীয় সময় বুধবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি হোটেলে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসব বিষয়ে দ্রুত সুরাহা করতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তরুণ এই সাংবাদিক।
উল্লেখ্য, পর্যটন সমৃদ্ধ দেশ মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে একসপ্তাহের জন্য ভ্রমণে যান সিলেট বিভাগীয় দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জে, এ কাজল খাঁন।
এদিকে বন্ধ শ্রমবাজার চালু, বন্দিদের স্বদেশ ফেরত এবং নির্ধারিত সময় শেষে ফেরত না যাওয়া অবৈধ বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর রয়েছে কি না জানতে বাংলাদেশ হাইকমিশন পেজে ম্যাসেজ পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
তবে চলমান ‘ব্যাক ফর গুড’-এর আওতায় দেশটিতে অবস্থারত বিভিন্ন দেশের ৭৫ হাজার ৩৪৪ জন অভিবাসী স্বদেশে ফেরার জন্য ইমিগ্রেশন অফিসে আবেদন করেছেন। তারমধ্যে ৫৬ হাজার ২৮৪ জন মালয়েশিয়া ত্যাগ করেছেন বলে সূত্রে জানা গেছে। সূত্র জানায়, মালয়েশিয়ার বিভিন্ন ক্যাম্পে একহাজার ৩৮৪ জন বাংলাদেশি জেলের গানি ঠেনে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে নির্ধারিত সময় শেষে (৩১ ডিসেম্বর) সুসংবাদ পাবেন এমন আশায় রয়েছেন বাংলাদেশি লক্ষাধিক অবৈধ শ্রমিক।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host