ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
কোম্পানীগঞ্জ উপজেলায় বর্নি এলাকায় পাথর বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
সোমবার বিকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইউসুফ আলি(৫০)। তিনি সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তিনি উপজেলার রাজনগর গ্রামের মৃত সুরুজ আলির ছেলে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বর্ণি এলাকায় সিলেট শহর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা সঙ্গে অপর একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ইউসুফ আলি গুরুতর আহত হলে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। আহত ব্যক্তিদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রীরা পুলিশকে জানান, সিএনজি অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host