ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০
ডেস্ক প্রতিবেদন : আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী পুনর্মিলনী উৎসবের “লগো উন্মোচন” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার রাত ১০ টায় সিলেটের হেতিমগঞ্জের তাইবা কমিউনিটি সেন্টারে এ লগো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।খায়রুল ইসলাম শিমুর পরিচালনায় লগো উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদ হোসেন, ছালেহ আহমদ, এডভোকেট কবির আহমদ বাবর, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, বদরুল ইসলাম শোয়েব, মঈনুল ইসলাম দুলাল, আজহারুল ইসলাম রিপন, আলী আহমদ লিপু, মাসুদ আহমদ, আব্দুল আহাদ, সুজন আহমদ খান, বেলাল আহমদ সেলিম, আনিসুর রহমান পাশা, মলয় দত্ত মিঠু, সেলিম আহমদ, হাবিবুর রহমান, হানিফুজ্জামান জোয়ারদার, জাফরান জামিল, আব্দুল হানিফ খান, জামাল উদ্দিন সোহেল, বাদুল মুহিত, নজমুল খাঁ, শ্রীবাস চন্দ্র দাস, মুহিতুর রহমান মিতু প্রমুখ।
উল্লেখ্য, সিলেটের হেতিমগঞ্জের ঐতিহ্যবাহী আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পূনর্মিলনী আগামী ১৮ জানুয়ারি অনুষ্টিত হবে। এ জন্য চলছে নানা প্রস্তুতি। ১৯৪৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা পূনর্মিলনীতে অংশ নিচ্ছেন।
পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক অধ্যক্ষ (অব.) মনসুর আহমদ চৌধুরী জানান, প্রথমে পুনর্মিলনী উদযাপন পরিষদের পক্ষ থেকে ৯২ ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমার বিশ্বাস তাদের এই সম্মিলিত অংশগ্রহণ অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করে তুলবে। অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করতে সার্বিকভাবে সকলের সহযোগিতা কামনা করছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host