ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ ক্যারেবিয়ান সাগরের দেশ ত্রিনিদাদ ও ট্যোবাগোতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন গোলাপগঞ্জের এক কোরআনে হাফেজ। সে উপজেলার লক্ষণাবন্দ ইউপির ফুলসাইন্দ (পশ্চিম টিল্লা) গ্রামের আফতাব উদ্দিন উরফে কুটুমিয়ার ছেলে জামিল আহমদ (২৫)। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ত্রিনিদাদ ও ট্যোবাগোর সিপারিয়া শহরে অবস্থিত বাসা থেকে তার অর্ধগলিত রক্তমাখা লাশ উদ্ধার করে সে দেশের পুলিশ। উদ্ধারের সময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন নিহতের বড় ভাই শহির উদ্দিন। কোরআনে হাফিজ জামিল উপজেলার ফুলসাইন্দ দাখিল মাদ্রাসা থেকে ২০১৪ সালে দাখিল পরীক্ষায় উর্ত্তীন হয়ে জীবন-জীবিকার তাগিদে ২০১৫ সালে ত্রিনিদাদ অ্যান্ড ট্যোবাগোতে পাড়ি জমান। পরিবারের ৩য় সন্তান জামিল আহমদ সিপারিয়া পুলিশ স্টেশন থেকে কয়েক শত মিটার দূরে সান ফার্নান্দো ট্যাক্সি স্ট্যান্ডে মাংস ও সবজি মিশ্রিত রুটির রোল বিক্রি করতেন তিনি। শহির উদ্দিন আরও জানান পরিবারের সাথে সর্বশেষ শনিবার বিকালে কথা হয় তার। এরপর থেকে তার কোন খোঁজ মিলছিলনা। মঙ্গলবার প্রবাসী এক বাংলাদেশীর মাধ্যমে তার মৃত্যুর খবর জানা যায়। তার লাশ বর্তমানে ত্রিনিদাদের পুলিশ হেফাজতে রয়েছে। জামিলের লাশ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের কাছে সরকারি সহযোগীতা কামনা করে তার পরিবার।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host