ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০
ক্রীড়াকণ্ঠ : বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০-এ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ রবিবার প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে বিকেল ৫টায় অনুষ্ঠিত এ ম্যাচে জয়ের বিকল্প নেই জেমি ডের শিষ্যদের সামনে।
গ্রুপ এ থেকে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। প্রথম ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে পরাজিত করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকেও ঠিক একই ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমির টিকেট হাতে পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আজকের ম্যাচে জয়ী দলই গ্রুপ রানার্সআপ হিসেবে পরের রাউন্ডের টিকেট হাতে পাবে। শ্রীলঙ্কার কাছে হারলেই প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হবে জামাল ভূঁইয়াদের।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host