ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি, সিলেট” এর উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাহিত্য আসর কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন লেপ্টেনেন্ট (অব.) অধ্যাপক গোলাম রব্বানী। আলোচনা করবেন সিলেটের বাম-প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভা সফলের লক্ষ্যে এক সভা রোববার সন্ধ্যা ৬টায় সুরমা মার্কেটে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন “মওলানা ভাসানী মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটির, সিলেট”-এর আহবায়ক ল্যাফটেনেন্ট (অব:) অধ্যাপক গোলাম রব্বানী এবং পরিচালনা করেন সদস্য সচিব এডভোকেট রনেন সরকার রনি।
সভায় উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, জাসাদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে.এ. কিবরিয়া, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, অধ্যক্ষ ব্রজ গোপাল চৌধুরী, সাংবাদিক আখলিছ আহমদ চৌধুরী, আব্দুল হামিদ, বাসদ নেতা প্রলব জ্যোতি পাল প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ ২০ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিতব্য ভাসানী স্মরণে আলোচনা সভা সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host