সিলেট-৬ আসনে শিক্ষামন্ত্রীকে সমর্থন, বাচ্চুর মনোনয়নপত্র প্রত্যাহার

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮

সিলেট-৬ আসনে শিক্ষামন্ত্রীকে সমর্থন, বাচ্চুর মনোনয়নপত্র প্রত্যাহার

গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেট-৬ আসনে দলীয় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামসুল ইসলাম বাচ্চু। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সমর্থন জানিয়ে দলীয় মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার সামসুল ইসলাম বাচ্চু এ প্রতিবেদককে বলেন, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নুরুল ইসলাম নাহিদের বিকল্প নেই। গত ১০ বছরে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলায় শিক্ষামন্ত্রীর প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনেও শিামন্ত্রীর রয়েছে প্রশংসনীয় অবদান। এসব বিষয় বিবেচনা করে তিনি শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানান।

উল্লেখ্য, প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ- বিয়ানীবাজার দুটি উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসন। আসন্ন সংসদ নির্বাচনে এ আসনের বর্তমান সাংসদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিপরীতে নৌকার মাঝি হতে মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী সালেহ আহমদ, লন্ডন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফছার খান সাদেক, বাংলাদেশ যুব মহিলা লীগের সহসভাপতি ও ঢাকা উত্তর সিটির প্যানেল মেয়র ডেইজি সরওয়ার, নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি সফিক উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

আরো আছেন- বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেট জেলা যুবলীগের সাবেক সিনিয়র সদস্য রুহুল আনাম মিন্টু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামসুল ইসলাম বাচ্চু, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক হেলাল আহমদ চৌধুরী।

সর্বশেষ ২৪ খবর