ঢাকা ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে সরকারি উদ্যোগে গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুরে ৬০টি ঘরের নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শন করেন তারা।
এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষের প্রতি খুবই আন্তরিক। গৃহহীন মানুষজন কিভাবে মানবেতর জীবন যাপন করছে তা তিনি বুঝেন। এজন্য ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য তার বিশেষ উদ্যোগ আশ্রয়ন প্রকল্প। এতে এদেশের লক্ষ লক্ষ গরীব অসহায় মানুষ তাদের ঠিকানা খুঁজে পাচ্ছে।
জানা যায়, গোলাপগঞ্জে প্রতিটি ঘরে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে দু’শ ঘর নির্মাণ করা হবে। সদর ইউনিয়নের চৌঘরী ও উত্তর গোয়াসপুরে ১৫টি ঘরের নির্মাণ কাজ শেষ হওয়ার পথে। বাঘায় নির্মাণ কাজ এগিয়ে চলছে। ফতেপুরের ৬০টি গৃহ নির্মাণের কাজ শীঘ্রই শেষ হবে। আরও ৩০টি ঘর এর পাশেই নির্মিত হবে। আগামী মার্চ মাসের মধ্যে দু’শটি ঘর নির্মাণ করে গৃহহীনদেরকে দান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, ব্রাজিল আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী, সমাজসেবী সাইকুজ্জামান চৌধুরী শিমুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host