ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১
গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে সূচনা প্রকল্প আরডিআরএস এর উদ্যোগে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবিরের সভাপতিত্বে ও আরডিআরএস বাংলাদেশ’র সূচনা প্রকল্প গোলাপগঞ্জের গভর্নেন্স কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উম্মে হুমাইরা নেহা। কিশোরীদের সফলতার গল্প অতিথিবৃন্দের সামনে উপস্থাপন করেন কিশোরী পিয়ার লিডার নাইমা বেগম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সূচনা প্রকল্প গোলাপগঞ্জের প্রকল্প সম্বনয়কারী মো. মাহফুজার রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন- সূচনা প্রকল্পের (আইডিই) সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট আসিফ ইকবালসহ সূচনা প্রকল্পের সকল দায়িত্বশীল ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কিশোরীবৃন্দ।
অনুষ্ঠানের শেষে কিশোরীদের তৈরি বিভিন্ন বিষয়ের তৈরী করা চিত্রাঙ্গন গ্যালারি ঘুরে দেখেন সমাবেশে আগত অতিথিবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host