ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২১
নিজস্ব প্রতিবেদক
গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসায়ী ও হোমিও চিকিৎসক হাফিজ রিয়াছত আলীর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগ আলিম মাদরাসা মাঠে জানাজার নামাজের পর পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়। এর আগে বৃহস্পতিবার বেলা দেড়টায় তিনির নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে আকস্মিক মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
হাফিজ রিয়াছত আলী তাঁর কর্মময় জীবনে বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন। সেই সাথে তিনি হেতিমগঞ্জ বাজারে কাঠ ব্যবসার পাশাপাশি হোমিও চিকিৎসা সেবা প্রদান করতেন। বৃহত্তর হেতিমগঞ্জ এলাকায় তিনি মোল্লা ডাক্তার বা গরিবের ডাক্তার হিসেবে বেশ পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ বরায়া উত্তরভাগ জামে মসজিদের মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host