ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ। সোমবার সকাল ১১টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রশিদ আহমদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর ঘনশ্যাম গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদ হোসাইনের বড় ছেলে। তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদের সম্পাদক ও প্রকাশক ছিলেন। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দুবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তার জানাজা মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় গোলাপগঞ্জে এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার জ্যেষ্ঠপুত্র তামিম ইয়াহইয়া আহমদ।
এদিকে অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
পৃথক শোক বার্তায় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদ শুধুমাত্র একজন বিএনপি নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন সাংবাদিক কলামিস্ট। তিনি আমৃত্যু জাতীয়দাবাদী আদর্শের জন্য কাজ করে গেছেন। পরহেজগার ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেটবাসীর কাছে ছিলেন জনপ্রিয়। তার মৃত্যুতে আমরা বহুমুখী প্রতিভার অধিকারী এক সজ্জন বিএনপি নেতাকে হারালাম। যা সহজে পূরণ হবার নয়।
অপরদিকে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদের আত্মার মাগফেরাত কামনায় গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ জোহর উপজেলার পৌর শহরের চৌমুহনী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ওয়ারিছ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, গোলাপগঞ্জ পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, মাওলানা আব্দুল হক, রিকশা সমিতির সভাপতি আব্দুল হান্নান হাসু, আব্দুল লতিফ সরকার, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাকিল আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক কামিল আহমদ, সদস্য ফাহিম আহমদ ও জিবি টেলিভিশনের ক্যামেরাপার্সন আফছার আহমদ।
এছাড়াও মাওলানা রশীদ আহমদের আত্মার মাগফেরাত কামনায় বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host