গোলাপগঞ্জে ৮দিন ধরে প্রতিবন্ধী যুবক নিখোঁজ

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩

গোলাপগঞ্জে ৮দিন ধরে প্রতিবন্ধী যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকা থেকে কামরুল আহমদ(২৩) নামের এক প্রতিবন্ধী যুবক গত ৮দিন ধরে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বলে জানিয়েছেন তার মা আয়া বেগম।
কামরুল গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার শ্রীপুরগ্রামের মৃত নজির আহমদের ছেলে।
আয়া বেগম বলেন, ‘কামরুল বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। ইশারায় সব কিছু বুঝিয়ে বলতে হয়। বেশ কিছুদিন থেকে সে পিকআপভ্যানের হেলপারি করছে। প্রতিদিনই সকালে যায় এবং রাতে ফিরে। গত মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালেও সে ঘর থেকে বের হয়। রাতভর অপেক্ষা করেও বাড়ি ফেরেনি। পরে সম্ভাব্য সবস্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাইনি।’
তিনি বলেন, ‘কামরুল আমাকে দেখলে চিনবে। সে সিলেট-হেতিমগঞ্জসহ বিভিন্ন এলাকা চিনে কিন্তু নাম বলতে পারে না। গাড়ি দিয়ে চলাচলের সময় নিজ গন্তব্যে পৌছামাত্র সে ইশারায় চালককে গাড়ি থামাতে বলে। এভাবেই সে যাতায়াত করে থাকে।’
আয়া বেগম বলেন, ‘নিখোঁজের রাত ১০টার দিকে তাকে অনেকেই কদমতলী পয়েন্টে দেখেছেন বলে জানতে পেরেছি। সম্ভবত সে বাড়িতে আসার জন্য গাড়ি খুঁজছিল। আমি এখনও তার অপেক্ষায় আছি। না পেলে শুক্রবার থানায় জিডি করবো।’
কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৩৭-৪০৯৮৯৬ এই নাম্বারে বা ইমরান আহমদ, প্রতিমা সাজঘর, মহাজনপট্টির মুখ, বন্দরবাজার, সিলেট-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়া বেগম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর