জগন্নাথপুরে বন্যায় জনজীবন বিপর্যস্ত: লোকজনের আর্তনাদ বাড়ছে

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৪

জগন্নাথপুরে বন্যায় জনজীবন বিপর্যস্ত: লোকজনের আর্তনাদ বাড়ছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

বন্যাপ্লাবিত ভাটির জনপদ সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিকে পাহাড়ী ঢল অন্যদিকে উজানেও বৃষ্টি ভাটিতেও বৃষ্টি। ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘরবন্দি লোকজনের আর্তনাদ বাড়ছে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকাল পর্যন্ত উপজেলার কুশিয়ারা ও নরজুল নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ভেসে গেছে খামারের মাছ ও হাঁস। আমন, আউশ, ইরি ধানি জমি পানির নীচে। নলকুপ নিমজ্জিত থাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গো-খাদ্যের অভাবে বিপাকে পড়েছেন কৃষক। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষাঙ্গন, মসজিদ, মন্দির ও কবরস্থান প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি ও ভোগান্তি পোহাতে হচ্ছে বন্যার্তদেরকে। রাস্তাঘাটের পাশাপাশি বাসাবাড়িতে পানি প্রবেশ করে দুর্ভোগ আরও বেড়েছে। অনেক জায়গায় চুলা-নলকূপও ডুবেছে। বন্যায় পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন উপজেলার লক্ষাধিক মানুষ। ইতি মধ্যে তলিয়ে গেছে জগন্নাথপুর-বেগমপুর সড়ক, লাউতলা-রসুলগঞ্জ সড়ক, বাউধরন-বেরী সড়ক, বেতাউকা-সমধলসহ জগন্নাথপুরের বিভিন্ন গ্রামীণ সড়ক। ফলে বেড়েছে জনদুর্ভোগ।
এ ব্যাপারে উপজেলার জনসাধারনের সাথে আলাপ করে জানা যায়, প্রথম দিকে কিছু অংশ বন্যা কবলিত হলেও এখন সারা উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ঢলের পানিতে প্লাবিত হচ্ছে। হাওর এলাকায় খবর নিয়ে জানা গেছে, দিনে মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হলেও মুহুর্তেই কালো হয়ে উঠে আকাশ। নামে অবিরাম বর্ষণ এবং বর্ষণের সাথে শুরু হয় গর্জন। ভোগান্তি আর আতংক এখন জগন্নাথপুরবাসীর নিত্য সঙ্গী।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম জাননা, উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে কয়েক শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।##
জগন্নাথপুরে প্রবাসীর জিলু মিয়া অর্থায়নে বন্যার্তদের ৫০০ পরিবারের মাঝে খাবার বিতরণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর টানা বৃষ্টি বর্ষণের ফলে বন্যা প্লাবিত এলাকাগুলোতে পানি বন্দি মানুষের মাঝে বৃহস্পতিবার ৫০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ও তিনি প্রতিদিন দুপুরে খাবার দিয়ে থাকেন। বন্যা দুর্গত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সহযোগিতার করে যাচ্ছেন।
জগন্নাথপুরের উপজেলায় হবিবপুর পাঠান বাড়ি এলাকার লন্ডন প্রবাসী হাজী জিলু মিয়ার সানাজ রেষ্টুরেন্ট এর মালিক এর অর্থায়নে পৌর সভার, হবিবনগর,আলী কমিনিটি সেন্টার সহ আশ্রয় কেন্দ্রের বন্যা দুর্গত অসহায় হতদরিদ্রের পরিবারের মাঝে ৫০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রবাসী হাজী জিলু মিয়া, স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার সভাপতি ছালিক আহমেদ পীর, আওয়ামী লীগ নেতা ফয়জুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের পৌর শাখার সদস্য সাদ্দাম হোসেন, মঈন উদ্দিন, আব্দুল মতিন,রুহিন মিয়া প্রমূখ ।
এলাকবাসী জানান, পাহাড়ী ঢলও অতিবৃষ্টি কারণে নদীর পানি বাড়ার সাথে সাথে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয়ে হাজার-হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েন। এর মধ্যে জগন্নাথপুর উপজেলায় ও প্লাবিত হয়েছে শতশত মানুষ ঘরবাড়ি ছাড়া এবং প্রবল পানিতে যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় পানিবন্দি মানুষ খাদ্য সংকটে পড়েছে। এই সময় প্রবাসী জিলু মিয়া আমাদের পাশে দাঁড়ান। তারা আরও আহ্বান জানান যে যাদের সামর্থ রয়েছে তারা সকলেই জেনো ক্ষতিগ্রস্ত মানুষ গুলোর পাশে দাঁড়ান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর