জগন্নাথপুরে রানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪

জগন্নাথপুরে রানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের শায়খ শফিকুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে লন্ডন মহানগর জমিয়তের প্রচার সম্পাদক রানীগঞ্জের কৃতি সন্তান হাফিজ মাওলানা আব্দুল হাই আল হাদীর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬জুন) রানীগঞ্জ বাজারে সংগঠনের পরিচালক মাওলানা মুফতি তোফায়েল আহমদ কামরান এর সভাপতিত্বে কোষাধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা রেজাউল করীম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম সারোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি কাশেম আলী তালুকদার, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মস্তফা আল হুসাইন, সদস্য আব্দুর রকিব, মাওলানা রাসেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে রানীগঞ্জ ইউনিয়নের, গন্ধর্বপুর, সুবিধপুর, নারিকেল তলা, কুবাজপুর, ইছগাও, আছিমপুর, ঘোষগাও, নোয়াগাঁও, বাগময়না তাজপুর সহ বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের সদস্য বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর