ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৪
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে। রবিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মাননা দেয়া হয়।
সম্মাননা পেয়েছেন দীপক রঞ্জন দাশ, মো.নেসারুদ্দিন, বিজন সেন রায়, মো. কুতুব উদ্দিন ও মো. শাহজাহান সিরাজ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পৌর মেয়র নাদের বখত ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণী ব্যক্তি প্রবীণ শিক্ষক দীপক রঞ্জন দাশ ও দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host