ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪
জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কতৃক আয়োজিত পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১টায় সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের আল বশিরুল ইসলামের সভাপতিত্বে , জগন্নাথপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনা
স্বাগত বক্তব্য রাখেন হাফিয মাওলানা মুহিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হোসেন ডালিম, সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি সামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিস সাধারাণ সম্পাদক সাইফুর রহমান সাজায়ার, জগন্নাথপুর উপজেলা জামায়েতে ইসলামের সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, জগন্নাথপুর উপজেলা জমিয়তে উলামার সভাপতি সৈয়দ মাছরুর আহমদ, ১নং কলকলিয়া ইউ/পি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সানুয়ার হাসান সুনু, রোটারিয়ান ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা জামাতের ইসলাম আমির লুৎফুর রহমান, হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি আবিবুল বারী আয়য়ান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ বিন ইব্রাহিম,
দোয়া করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমদ।
এসময় জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ বলেন, জগন্নাথপুর উপজেলায় আগামী হিন্দুদের ধর্মীয় সব চেয়ে বর উৎসব শারদীয় দূর্গা পুজায় কোন ধরনের ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এদিকে সর্বসাধারণের খেয়াল রাখার অনুরোধ জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম সর্ব সাধারণ কৃতজ্ঞতা জানান
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host