ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪
.
নিজস্ব প্রতিবেদক-আব্দুল আলীম ইমতিয়াজ
আজ বিকাল চার ঘটিকায় সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তত্বাবধানে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে তাহিরপুর উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন তাহিরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।
পরিদর্শন করেন মধ্য তাহিরপুর খলাহাটি, রায়পাড়া সুর্য্যেরগাঁও , উজান জামালগড় এ চারটি পুজা মন্ডপ।
সুনামগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজন আহমেদ ও সাইফুল্লাহ ফারাবি । তাহিরপুরের উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসার বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা।
নেতারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশকে আমরা সামপ্রদায়িক হতে দিবো না, আমাদের পরিচয় একটাই আমারা বাংলাদেশী।
পুজা কমিটিকে তাঁরা আশ্বস্ত করেন যে কোনো প্রয়োজনে আমাদের ডাকবেন আমরা তাহিরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আপনাদের পাশে আসব।
তাহিরপুর ৪নং ওয়ার্ডের মেম্বার জয় রায় বলেন -আমরা মুসলমদের ওয়াজে যাই, মুসলিমরা আমাদের পুজায় আসে, আমাদের তাহিরপুর ২৭ টি পুজা মন্ডপ আছে ।
কোনোটিতেই অপ্রতিকর ঘটনা ঘটেনি, ঘটবেও না তিনি আরও বলেন তাহিরপুর প্রশাসনও খুব আন্তরিক নিরাপত্তার কোনো ঘাটতি নেই।
উপস্থিত ছিলেন মধ্য তাহিরপুরের রায়পাড়া ও কালীবাড়ী সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি সমিরন রায় লিটন, সাধারণ সম্পাদনক রতন রায়, সুর্য্যোরগাঁও কালিবাড়ি মন্দিরের সভাপতি সজল তালুকদার ও সাধারণ সম্পাদক গৌতম দাস, উজান জামালগড় সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি সুজিত সরকার ও সাধারণ সম্পাদক রয়েল রায় সহ সার্বিক দায়িত্বে থাকা পুজা উদযাপন কমিটির বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করা হয়
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host