ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌরসভার ০৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আবু সুফিয়ান ঝুনু মিয়া (৬৫) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
তিনি জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর এলাকার মৃত মতলিব মিয়ার পুত্র।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, ইয়াবা ক্রয়ের জন্য ৬/৭ জন লোক আবু সুফিয়ান ঝুনু’র বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে সুনামগঞ্জের ডিবির একটি টিম মঙ্গলবার ৮ অক্টোবর পৌনে ৭ টায় অভিযানে নামে। এসময় আবু সুফিয়ান ঝুনু মিয়া ও তার দুই ছেলে আবু পারভেজ রনি, আবু আমিন মোঃ মুন্না এবং অজ্ঞাত কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের লোক এমরান হোসেনকে গুরুতর আহত করে। অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। লোহার পাইপের আঘাতে এমরান হোসেনের নাকের হাড় ভেঙে যায় ও আব্বাস উদ্দিনের শরীরের নিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে জগন্নাথপুর থানা পুলিশের আরেকটি টিম এলে আবু সুফিয়ান ঝুনু মিয়ার দুই ছেলে ও অজ্ঞাত লোকজন পালিয়ে যায়। এঘটনায় পুলিশ আবু সুফিয়ান ঝুনু মিয়াকে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানায় সোপর্দ করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতাকৃত আসামীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় পুলিশ এসল্ট মামলা হয়েছে। বুধবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host