শারদীয় দুর্গোৎসব: তাহিরপুরে জামায়াত নেতৃবৃন্দের বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শ

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪

শারদীয় দুর্গোৎসব: তাহিরপুরে জামায়াত নেতৃবৃন্দের বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শ

এস এম মিজানুর রহমান- তাহিরপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি :

হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। তাহিরপুর উপজেলা জামায়াতের উদ্দ্যোগে বুধবার বিকালে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করা হয়। জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর ও তাহিরপুরের কৃতি সন্তান অধ্যাপক আবদুল্লাহ ও তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর প্রফেসর রুকন উদ্দীন এর নেতৃত্বে বাদাঘাট ইউনিয়নের গড়খাটি উত্তরপাড়া পুজা মন্ডপসহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করা হয়।
একই সময়ে উপজেলার আইডিয়াল ভিশন কলেজ, বাদাঘাট এত প্রতিষ্ঠাতা ও সাবেক শিবির নেতা কামরুল ইসলাম এর নেতৃত্বে রাজাই গ্রামের পুজামন্ডপসহ উত্তর ও দক্ষিন বড়দল ইউয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করা হয়। সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত সেক্রেটারি ইয়াকুব হোসেন মেম্বার, পেশাজীবি নেতা জামাল উদ্দিন প্রমূখ।

তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলাম ও দক্ষিন শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আজিজুর রহমান আখঞ্জী (শাজাহান মেম্বার) এর নেতৃত্বে পৃথক দুটি গ্রুপে দক্ষিন শ্রীপুর ও সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়। এছাড়াও অন্যান্য ইউনিয়নে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিট স্ব-স্ব এলাকার বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গড়খাটি উত্তরপাড়া পুজা মন্ডপের সভাপতি পরিতোষ রায়, সেক্রেটারি কাজল রায়, মধ্য তাহিরপুরের রায়পারা সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি সমিরন রায় লিটন, সাধারণ সম্পাদনক রতন রায়, সুর্য্যোরগাঁও কালিবাড়ি মন্দিরের সভাপতি সজল তালুকদার, সাধারণ সম্পাদক গৌতম দাস, উজান জামালগড় সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি সুজিত সরকার, সাধারণ সম্পাদক রয়েল রায়।

পুজামন্ড পরিদর্শন শেষে মতবিনিময় কালে সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ বলেন, বাংলাদেশে সংখ্যা লগু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই এই দেশের নাগরিক, সবারই স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করার স্বাধীনতা আছে। যারাই ধর্মীয় সাম্প্রদায়িকতা নষ্ট করার পায়তারা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন দুর্গা পুজা পালনসহ যে কোনো ধর্মীয় উৎসব পালন করতে যদি আমাদের প্রয়োজন হয় আমরা সব সময় পাশে থাকবো

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর