ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক- আব্দুল আলীম ইমতিয়াজ:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর সহযোগিতায় সাতটি ইউনিয়নের মধ্যে র্যালী, মহরা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
আজ রোববার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাসেম এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসন সহ জনপ্রতিনিধি ও প্রবাসীদের অপরিসীম ভুমিকা দেখা যায়।হাওর অঞ্চলের দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সকলকে সচেতন হবার আহ্বান জানান।
দিবসের প্রতিপাদ্য- আগামী প্রজন্মকে সক্ষম করা, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন-তাহিরপুর উপজেলার ওয়ার্ল্ড ভিশনের ইনোভেটিভ ডি.আর.আর প্রজেক্ট ম্যানেজার মো: জাফর আলম,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব এর অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজ , উপজেলা বিভিন্ন মাধ্যমিক ও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকাগণ, উপস্থিত ছিলেন
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host